Header Ads

জল্পনার অবসান ঘটিয়ে লোকসভাতে ‘ফিফটি-ফিফটি’ আসনে লড়তে চলেছে বিজেপি-শিবসেনা!

নজরবন্দি ব্যুরো: আবারও বন্ধুত্বের হাত বাড়ালেন একে অপরের দিকে। একসাথে লড়তে চলেছেন বিজেপি আর শিবসেনা। সোমবার একসাথে সাংবাদিক বৈঠক করবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও বিজেপি সভাপতি অমিত শাহ।
যতদূর জানা গিয়েছে, মহারাষ্ট্রের আসন সমঝোতা নিয়ে এই সাংবাদিক বৈঠক।
যদিও রামমন্দির নিয়ে দুই শিবিরের মধ্যে সম্পর্কের অবনতির পরে অনেকের ধারণা ছিল বিজেপি ও শিবসেনা এবারের নির্বাচনে পৃথক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
কিন্তু জানা গিয়েছে ‘ফিফটি-ফিফটি’ আসনে লড়তে চাইছে তারা। বিজেপি শাসিত রাজ্যে ভাল ফল করতে মরিয়া অমিত শাহ। সূত্রের খবর, ৪৮টি আসনের ২৫টি বিজেপি এবং ২৩টি শিবসেনা লড়তে পারে।
রাজনৈতিক তিক্ততা থাকার পরেও কেনও এই জোট?  বিজেপি এবং শিবসেনা পৃথকভাবে লড়লে আদতে ফায়দা হবে কংগ্রেস ও এনসিপি জোটের। আর সেই কথা মাথায় রেখে কংগ্রেসকে আটকাতে বিজেপি এই জোট রাজনীতির পথে হাঁটতে বাধ্য হলেন। এমনটাই মনে-করেন রাজনৈতিক মহলের একটা বড় অংশের।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.