Header Ads

মুখ্যমন্ত্রীর শহীদ জওয়ানদের উদ্দেশে মোমবাতি মিছিল করা নিয়ে কটাক্ষ করলেন বিজেপির ভারতী ঘোষ।

নজরবন্দি ব্যুরোঃ জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন ৪০ জন জওয়ান। গোটা দেশে এর প্রভাব পড়েছে। দেশের মানুষ ফুঁসছে।
ভয়ানক এই ঘটনার পর শহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে গোটা দেশের মানুষ। সেলেব দুনিয়া থেকে সংশ্লিষ্ট রাজ্যের সরকার সবাই ক্ষতিপূরণ ঘোষণা করেছে। এই শহীদ জওয়ানদের মধ্যে আছেন আমাদের রাজ্যের দু জন। অন্য রাজ্যের সরকার সেই রাজ্যের নিহত জওয়ানদের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন কিন্তু এখন আমাদের মুখ্যমন্ত্রী তা ঘোষণা করেননি।

আর সেটা নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন এক কালে তাঁর স্নেহ ভাজন বর্তমানে বিজেপির নেত্রী প্রাক্তন আই পি এস ভারতী ঘোষ। তিনি বলেছেন মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। বিহার সরকার ১১ লক্ষ টাকা। অথচ জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের দু’জন পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও, এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেননি। শুধুই মোমবাতি হাতে মিছিল না করে এই জওয়ানদের পরিবার এখন কীভাবে চলবে, সেই ব্যাপারে পদক্ষেপ করতে হবে রাজ্যকে।

1 comment:

  1. ওরা তো আর মদ খেয়ে মরেনি, দিদি মদ খেয়ে মরলে টাকা দেন, ধর্ষিতা হলে বয়স বুঝে টাকা দেন, সেনা মরলে দেবেন কেনো ?

    ReplyDelete

Theme images by lishenjun. Powered by Blogger.