তবু লক্ষণ শেঠের শেষ ভরসা কংগ্রেস!
নজরবন্দি ব্যুরো: এখনও দল পাননি প্রাক্তন সিপিআই(এম) সাংসদ লক্ষণ শেঠ। নিজে ইচ্ছা-প্রকাশ করেছিলেন হয় তৃণমূল, নতুবা কংগ্রেসে যেতে চান তিনি। কিন্তু তৃণমূলে যে তাঁর জায়গা হবে না তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন শুভেন্দ্র অধিকারী। অবশেষে তিনি যখন দল পেলেন বলে রাজনৈতিক মহল ধরেই নিয়েছিল, তখনই ফের বিপত্তি। বংগ্রেসের একটা বড় অংশ চায়না লক্ষণ শেঠ কংগ্রেস শিবিরে নাম লেখাক।
আর এই নিয়ে বঙ্গ কংগ্রেসের মধ্যে প্রবল বিতর্ক দেখা দেয়। শুক্রবার কংগ্রেসে যোগ দেওয়ার কথা থাকলেও প্রাক্তন বাম নেতা লক্ষ্মণ শেঠের আর তেরঙ্গা পতাকা হাতে তোলা হল না। কংগ্রেসে মত পার্থক্য থাকার জন্য তাঁকে দলে যোগ দান করানো সম্ভব হয়নি।
যদিও শুক্রবার প্রদেশে কংগ্রেস কমিটির জরুরি বৈঠকের পরই বিধান-ভবনে এসে দলীয় পতাকা হাতে তুলে নেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইমতিয়াজ আলি শাহ।
লক্ষ্মণ শেঠও প্রস্তুত ছিলেন কংগ্রেসে যোগ দিতে। তিনি চলেও এসেছিলেন কলকাতায়। যখন স্রেফ সময়ের অপেক্ষা, তখনই কংগ্রেসের তরফে যোগদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে বলা হয় ২৬ ফেব্রুয়ারির পর ফের এই যোগদান হবে।
যদিও শুক্রবার প্রদেশে কংগ্রেস কমিটির জরুরি বৈঠকের পরই বিধান-ভবনে এসে দলীয় পতাকা হাতে তুলে নেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইমতিয়াজ আলি শাহ।
লক্ষ্মণ শেঠও প্রস্তুত ছিলেন কংগ্রেসে যোগ দিতে। তিনি চলেও এসেছিলেন কলকাতায়। যখন স্রেফ সময়ের অপেক্ষা, তখনই কংগ্রেসের তরফে যোগদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁকে বলা হয় ২৬ ফেব্রুয়ারির পর ফের এই যোগদান হবে।

No comments