রাষ্ট্রদূত সোহেল মেহমুদকে ডেকে নিল পাকিস্থান।
নজরবন্দি ব্যুরোঃ আবহাওয়া ক্রমশ গরম হচ্ছে দুদেশের মধ্যে।কারণ পাক রাষ্ট্রদূত সোহেল মেহমুদকে ডেকে পাঠিয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে ভারত।
নয়াদিল্লিতে উড়িয়ে আনা হয়েছে ইসলামাবাদে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। এই উত্তপ্ত বাতাবরণের মধ্যেই এ বার তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিল পাকিস্তান। দু’দেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
জরুরি তলব পেয়ে সোমবারই দিল্লি থেকে ইসলামাবাদে গিয়েছেন সোহেল মেহমুদ।পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সাল টুইট করে জানান, ‘সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লিতে আমাদের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছি আমরা। আজ (সোমবার) সকালেই দিল্লি ছেড়েছেন তিনি।’’
নয়াদিল্লিতে উড়িয়ে আনা হয়েছে ইসলামাবাদে ভারতের রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। এই উত্তপ্ত বাতাবরণের মধ্যেই এ বার তাদের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নিল পাকিস্তান। দু’দেশের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে পাক বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

No comments