Header Ads

পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দায় বিভিন্ন দেশ।

নজরবন্দি ব্যুরোঃ ১৪ ফেব্রুয়ারির এক অভিশপ্ত সময়ে ৪৩ জন সিআরপিএফ জওয়ানের বলিদানের ঘটনায় শোকার্ত গোটা দেশ তথা দুনিয়া।
এই নারকিও ঘটনার তীব্র নিন্দা করেছে বিভিন্ন দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার কড়া নিন্দা করে শহীদ পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি , ভারতের পাশে থেকে জঙ্গি দমনে লড়াইয়ের বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। রাশিয়ার রাষ্ট্রদূতের ভবন থেকে জানানো হয়েছে, সেদেশ কাশ্মীরে জঙ্গি হামলার চরম নিন্দা জানাচ্ছে। উগ্রপন্থার বিরোধিতা করে রাশিয়া স্পষ্ট ভাষায় এক যোগে জাঙ্গিদমন অভিযানের বার্তা দিয়েছে।শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও এদিন কড়া ভাষায় জম্মু ও কাশ্মীরের বুকে নাশকতার ঘটনার নিন্দা করেন। পাশাপাশি শহীদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

উপত্যকার রক্তাক্ত হামলার ঘটনায় ভারতের পাশে নেপালও। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মার তরফে এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাঁর এই বার্তায় জানিয়েছেন যে, ' সবধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ যে প্রতিশ্রুতি দিয়েছে তা পালনে দায়বদ্ধ। সব ধরনের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতিকেই পালন করছে। সন্ত্রাসবাদ নির্মূল করতে আমরা ভারতের-সহ আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাব।'

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.