Header Ads

পুলওয়ামায় অভিশপ্ত জঙ্গি হামলায় শহীদ বাবলু সাঁতরা।

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরের পুলওয়ামায় অভিশপ্ত ১৪ ফেব্রুয়ারির দুপুরে জঙ্গিরা যে সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছে , সেই কনভয়ে ছিলেন আমাদের রাজ্যের হাওড়ার বাউরিয়ার ৩৯ বছরের বাবলু সাঁতরা। এই আক্রমণের শিকার হয়ে মৃত্যু বরণ করলেন তিনি।

 বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী, মা ও এক বছর দেড়েকের মেয়ে। যে শিশু কিছু বুঝে ওঠার আগেই , তাঁর জীবন জুড়ে কালো ছায়া ফেলে গেল নাশকতা, উগ্রপন্থার রক্তলীলা। গোটা দেশের মতো কাশ্মীরের এই রক্তাক্ত হামলার কালো মেঘ ঘিরে ধরেছে হাওড়ার চককাশী গ্রামের বাবলু সাঁতরার বাড়িতেও। গত কালই বাবলুর বাড়িতে ফোন করে তাঁর স্ত্রীর ফোন নম্বর চাওয়া হয়। তারপর জানানো হয় শেষ পরিনতির খবর। দেশের মধ্যে এই ভয়ঙ্কর হামলার রক্তের দাগ থেকে গেল এই রাজ্যেও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.