Header Ads

৫ বছরে ২৭ তৃণমূল নেতার সম্পত্তি বাড়ল কয়েকশো গুন!! কার কত? দেখুন সেই তালিকা

নজরবন্দি ব্যুরোঃ বেশিদিন নয় মাত্র ৫ বছর, ২০১১ থেকে ২০১৬ এই পাঁচ বছরেই তৃণমূল জন প্রতিনিধিদের সম্পত্তির পরিমান বেড়ে গিয়েছে কয়েকশো গুন! কিন্তু কোন মন্ত্রবলে? সে উত্তর নেই। বিধায়ক, মন্ত্রী বা সাংসদ-রা যা ভাতা পান সেই ভাতায় এত সম্পত্তির মালিক হওয়া কেউ স্বপ্নেও ভাবতে পারেন না।
তাহলে শাসক দলের জনপ্রতিনিধিদের সম্পত্তি এত বাড়ল কিভাবে? কেউ তো শিল্পপতি নন! তাহলে এই সম্পত্তি-র নেপথ্যে চিটফান্ডে প্রতারিত গরীব মানুষের টাকা লুকিয়ে আছে! প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সিপিআইএম আজ ২৭ জনের একটি নামের তালিকা তুলে দিয়েছে আয়কর ভবনে। তাতে প্রাক্তন মেয়র রাজ্যের প্রাক্তনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের নাম যেমন রয়েছে তেমনই রয়েছে বর্তমান মেয়র তথা রাজ্যের মন্ত্রী ববি হাকিমের নাম পাশাপাশি রয়েছে জাভেদ আহমেদ খান, অমিত মিত্র, সুদীপ্ত রায়, আবু নাসের খান চৌধুরী প্রমুখ উল্লেখযোগ্য নাম।
সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ ২৭ জনের একটি নামের তালিকা তুলে দিয়েছে আয়কর ভবনে পাশাপাশি সল্টলেকের ইডি দফতরেও দেওয়া হয় স্মারকলিপি। সেখানে চিটফান্ড কান্ডে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান সুজন চক্রবর্তী।
দেখুন কার সম্পত্তি কতটা বেড়েছে সিপিআইএমের জমা দেওয়া সেই তালিকা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.