Header Ads

জওয়ানদের মৃত্যু বেড়ে ৪২! মোদীর হুঙ্কার, যুদ্ধের আবহে সীমান্তে নিরাপত্তা বাড়াল পাকিস্তান।

নজরবন্দি ব্যুরোঃ   জঙ্গি হামলায় এখন পর্যন্ত শহীদ হলেন ৪২ জন জওয়ান। মৃত্যু সংখ্যা বাড়ছে হুহু করে, এখনও আশঙ্কাজনক প্রায় ১৫ জন জওয়ান।
উল্লেখ্য, আজ শ্রীনগর-জম্মু হাইওয়ের উপর দিয়ে বাসে চেপে যাচ্ছিলেন সিআরপিএফ জওয়ানরা। ২৫০০ জন সিারপিএফ জওয়ান যাচ্ছিলেন কনভয়ে। সেইসময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরক ভর্তি এসইউভি নিয়ে সোজা আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এদিন বিস্ফোরণের পর গ্রেনেড, গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা।পুরো ঘটনা থেকে পরিস্কার যে রীতিমত পরিকল্পনা করে এই হামলা চালায় তারা। নির্বিচারে জওয়ান দের ঘিরে নিয়ে গুলি চালায় জঙ্গিরা।
পরে ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশবাহিনী।এই ঘটনায় এখনও পর্যন্ত ৪২ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। জঙ্গি হামলাস্থল পরিদর্শনে আগামীকাল কাশ্মীর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার সাথে থাকবেন সিআরপিএফের ডিজি। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন শহীদদের বলিদান ব্যার্থ যাবে না। খুব শিগগিরই জবাব দেওয়া হবে।
অন্যদিকে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে সেনা মোতায়েন করছে পাকিস্তান বলে খবর। সর্বোপরি সীমান জুড়ে যুদ্ধের আবহ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.