লাজং-কে ৫-০ গোলে হারিয়ে সবচেয়ে বড় জয় তুলে নিল লাল-হলুদ।
নজরবন্দি ব্যুরোঃ শিলং লাজং-কে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে আইলিগ ২০১৮-১৯'এর লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠে এল মশালবাহিনী।
দুরন্ত হ্যাটট্রিক করলেন লাল-হলুদের পাহাড়ি ফুটবলার দানমাউইয়া।একটি করে গোল করলেন জবি জাস্টিন ও এনরিকে এস্কেদা । যে ব্র্যান্ডের ফুটবলের কথা মেনেন্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলে এসেছেন।এদিন শিলং লাজং এককথায় পায়ের তলায় জমিই দেয়নি মেনেন্দেজের দল।দিন কয়েক আগে লাল-হলুদ কোচ দাবি করেছিলেন সেট পিসে তাঁদের দলের জু়ড়ি নেই।
এদিন ৮ মিনিটের মাথাতেই প্রথম সেট পিস থেকে গোল পায় তাঁর দল।ইস্টবেঙ্গল এতটাই ঝাঁঝালো খেলছিল যে প্রথম ২০ মিনিট লাজং বল নিয়ে ইস্টবেঙ্গলের অর্ধেই পৌঁছতে পারেনি। ইস্টবেঙ্গল এতটাই ঝাঁঝালো খেলছিল যে প্রথম ২০ মিনিট লাজং বল নিয়ে ইস্টবেঙ্গলের অর্ধেই পৌঁছতে পারেনি।আর তার ফল সরুপ এই বড় জয় ।
দুরন্ত হ্যাটট্রিক করলেন লাল-হলুদের পাহাড়ি ফুটবলার দানমাউইয়া।একটি করে গোল করলেন জবি জাস্টিন ও এনরিকে এস্কেদা । যে ব্র্যান্ডের ফুটবলের কথা মেনেন্দেজ দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার বলে এসেছেন।এদিন শিলং লাজং এককথায় পায়ের তলায় জমিই দেয়নি মেনেন্দেজের দল।দিন কয়েক আগে লাল-হলুদ কোচ দাবি করেছিলেন সেট পিসে তাঁদের দলের জু়ড়ি নেই।

No comments