কেন প্রাথমিকে পিআরটি স্কেল নয়? এপ্রিলের মধ্যেই সিদ্ধান্ত! হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের।
নজরবন্দি ব্যুরোঃ বেতন বঞ্চনার অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন রাজ্যের শিক্ষকরা। অন্যান্য রাজ্য গুলির তুলনায় এরাজ্যের প্রাথমিক শিক্ষকরা বিপুল হারে বেতন কম পান। শিক্ষকদের দাবি, কেন্দ্রের নির্দেশ অনুসারে বেঁধে দেওয়া যোগ্যতামানে পৌঁছেছেন এরাজ্যের প্রাথমিক শিক্ষকরা। অথচ বেতনের ক্ষেত্রর দেশের অন্যান্য রাজ্যের শিক্ষকদের তুলনায় প্রচুর টাকা কম পাচ্ছেন তারা। কেন এই বৈষম্য?
একাধিকবার পথে নেমে আন্দোলন করার পর সরকারের কোন হেলদোল না দেখে শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিক্ষকরা তবে আন্দোলনের পথ বা আলোচনার রাস্তা ছাড়েনি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার এসোসিয়েশন। ১৯ জানুয়ারি তাঁরা রাজ্যপালের সাথে দেখা করে ন্যাহ্য বেতনের দাবি জানান পাশাপাশি গত ৩০শে জানুয়ারী শিক্ষামন্ত্রীর সাথেও দেখা করেন।
অন্যদিকে শিক্ষকদের নিষ্ঠা এবং জেদ কিছুটা স্বস্তির হাওয়া এনেদিল গরমের প্রাক্কালেই! হাইকোর্টে মামলার ফল মিলল হাতে নাতে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার এসোসিয়েশন এর রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই এর করা মামলার প্রেক্ষিতে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী এদিন রাজ্যসরকারের আইনজীবীর কে জানতে চান কেন্দ্রের নির্দেশ অনুসারে বেঁধে দেওয়া যোগ্যতামানে পৌঁছানোর পরেও কেন প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন অর্থাৎ পিআরটি স্কেলে বেতন দেওয়া হচ্ছে না?
৪ সপ্তাহের হাইকোর্টকে এর উত্তর হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার এসোসিয়েশন কেও তাঁর ২ সপ্তাহের মধ্যে জবাবী হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যদি রাজ্য হলফনামা জমা দিয়ে হাইকোর্টকে হলফনামা দিতে দেরি করে বা পিআরটি স্কেল প্রদান না করার কারন না জানায় তাহলে বিচারপতি একতরফা ভাবে মামলার রায় দেবেন বলে জানিয়েছেন বলে দাবি করেছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার এসোসিয়েশন রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই।
অন্যদিকে শিক্ষকদের নিষ্ঠা এবং জেদ কিছুটা স্বস্তির হাওয়া এনেদিল গরমের প্রাক্কালেই! হাইকোর্টে মামলার ফল মিলল হাতে নাতে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার এসোসিয়েশন এর রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই এর করা মামলার প্রেক্ষিতে বিচারপতি সমাপ্তি চ্যাটার্জী এদিন রাজ্যসরকারের আইনজীবীর কে জানতে চান কেন্দ্রের নির্দেশ অনুসারে বেঁধে দেওয়া যোগ্যতামানে পৌঁছানোর পরেও কেন প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী বেতন অর্থাৎ পিআরটি স্কেলে বেতন দেওয়া হচ্ছে না?
যদি রাজ্য হলফনামা জমা দিয়ে হাইকোর্টকে হলফনামা দিতে দেরি করে বা পিআরটি স্কেল প্রদান না করার কারন না জানায় তাহলে বিচারপতি একতরফা ভাবে মামলার রায় দেবেন বলে জানিয়েছেন বলে দাবি করেছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেইন্ড টিচার এসোসিয়েশন রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই।

No comments