২০১৯ আই পি এল এর খেলার সূচী।
নজরবন্দি ব্যুরোঃ শুরু হতে চলেছে ২০১৯ এর আই পি এল। প্রথম ম্যাচেই চেন্নাইয়ে, মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন এমএস ধোনির চেন্নাই সুপার কিংস। এই খেলার সূচী জানানো হল মাত্র ২ সপ্তাহের। বাকিটা ২০১৯ লোকসভার দিন ঘোষণার পরই জানানো হবে।
আবার বর্তমানে জানানো সময়সূচীও অবশ্য পাল্টে যেতে পারে লোকসভার দিন ঘোষণার পর। বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে লোকসভার দিনের সঙ্গে যদি বর্তমান সূচীর দিন নিয়ে সমস্যা হয়, তাহলে প্রয়োজন মতো বিকল্প দিন ঘোষণা করা হবে। সেই সঙ্গেই বাকি মরসুমের সূচী জানিয়ে দেওয়া হবে।


No comments