কাশ্মীরবাসীর সঙ্গে অসহযোগিতার বার্তা দিলেন রাজ্যপাল তথাগত রায়!
নজরবন্দি ব্যুরো: একাধিকবার বিতর্কিত কথা বলে প্রচারের শিরনামে উঠে এসেছেন বঙ্গ সন্তান তথাগত রায়। এবার তিনি পুলওয়ামায় ৪০ সেনার মৃত্যু প্রেক্ষিতে কাশ্মীরবাসীর সঙ্গে কার্যত অসহযোগিতার বার্তা দিলেন মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়।
সোশ্যাল মিডিয়ায় এক সেনা আধিকারিকের বয়ান হিসেবে ছড়িয়ে পড়া বয়ানের সঙ্গে সহমত করেছেন তিনি।
আগামী ২ বছর কাশ্মীর কিংবা অমরনাথ না যাওয়ার পক্ষে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। কাশ্মীর এম্পোরিয়াম কিংবা সেখানকার লোকেদের থেকে সেরাজ্যের কোনও জিনিস না কেনার পক্ষে মত দেন তিনি। এর পরে কাশ্মীরিদের সব কিছু বয়কট করার আবেদন করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।
আগামী ২ বছর কাশ্মীর কিংবা অমরনাথ না যাওয়ার পক্ষে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। কাশ্মীর এম্পোরিয়াম কিংবা সেখানকার লোকেদের থেকে সেরাজ্যের কোনও জিনিস না কেনার পক্ষে মত দেন তিনি। এর পরে কাশ্মীরিদের সব কিছু বয়কট করার আবেদন করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

No comments