বেওয়ারিশ বাসি ঠোঁটে আমি সংক্রামিত হয়ে যাই .... সুভেন চৌধুরী
ধোঁয়াশা
সুভেন চৌধুরী
আমি সংক্রামিত হয়ে যাই
চোখ থেকে ঠোঁটে মুখে মুখে।
রোদ পোড়া মাটির গন্ধে
নিশ্বাসে বিষ
দুচোখে কংক্রিট জ্বালা।
যে অন্ধত্ব ভাঙতে পারেনা আজো
নিয়নের আলো।
বুকে গাঁথা স্বপ্নের প্রতিচ্ছবি
ধোঁয়াশা ভিড় ঠেলে চলে
আমিও দেখি তুমিও দেখ
বোঝাতে পারিনি কেউ কাউকে।
তবু সংক্রমণ ঘটে ....
অক্ষরে ধ্বনিতে শব্দে
দুরারোগ্য ব্যাধির মত
শরীর থেকে শরীরে।
ফিসফাস করে কথা বলে চলে ওরা।
নষ্ট পরাগ গয়ে মেখে
কাঁচের গ্লাসের চুমুকের দোষে।
বেওয়ারিশ বাসি ঠোঁটে
আমি সংক্রামিত হয়ে যাই ....
সুভেন চৌধুরী
গলসি, পূর্ব বর্ধমান
Loading...
কোন মন্তব্য নেই