মাঠ না পাওয়ার অভিযোগ, বাতিল প্রধানমন্ত্রীর অনুষ্ঠান।
নজরবন্দি ব্যুরো: মধ্যমগ্রামের মাঠে আবারও সভার অনুমতি পাওয়া নিয়ে বিতর্ক। মাঠে সভা করার অনুমতি না পাওয়ার অভিযোগ তুলে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে জনকল্যাণ মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'ভারত কে মন কি বাত' অনুষ্ঠান বাতিল করল বঙ্গ বিজেপি। আজ এই মাঠেই অনুষ্ঠান করার কথা ছিল বিজেপির। এর জন্য ক্লাব কর্তৃপক্ষকে কাছ থেকে অনুমতিও চাওয়া হয়েছিল।
বিজেপি-র দাবি, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য ক্লাব কর্তৃপক্ষ প্রথমে অনুমতি দিয়েছিল। অনুমতি মেলার পরে ওই মাঠে প্যান্ডেল তৈরির প্রস্তুতিও শুরু করা হয়েছিল। কিন্তু, হঠাৎ শুক্রবার রাতে তাদের ফোন করে বলা হয়, অজ্ঞাত কারণে ওই মাঠের অনুমতি দেওয়া যাচ্ছে না। ফলে, মাঠ না পাওয়ায় আজকের অনুষ্ঠান বাতিল করল বিজেপি।
এবিষয়ে উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি নেতা প্রদীপ ব্যানার্জি বলেন, "আজ এই মাঠে প্রধানমন্ত্রীর 'ভারত কে মন কি বাত' অনুষ্ঠানের সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর ও মুকুল রায়ের। এই অনুষ্ঠানে হ্যান্ড স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ বছরের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হত।
এর পাশাপাশি আগামী পাঁচ বছর আর কোন কোন উন্নয়নমূলক কাজ করা যেতে পারে, তার সাজেশন দেওয়ারও ব্যবস্থা ছিল। এর জন্য মাঠেই সাজেশন বক্স তৈরি করার পরিকল্পনা ছিল। কিন্তু মাঠ না পাওয়ায় অনুষ্ঠান বাতিল করা হল।"
এবিষয়ে উত্তর ২৪ পরগনা জেলার বিজেপি নেতা প্রদীপ ব্যানার্জি বলেন, "আজ এই মাঠে প্রধানমন্ত্রীর 'ভারত কে মন কি বাত' অনুষ্ঠানের সূচনা করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর ও মুকুল রায়ের। এই অনুষ্ঠানে হ্যান্ড স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচ বছরের সাফল্য সাধারণ মানুষের সামনে তুলে ধরা হত।
এর পাশাপাশি আগামী পাঁচ বছর আর কোন কোন উন্নয়নমূলক কাজ করা যেতে পারে, তার সাজেশন দেওয়ারও ব্যবস্থা ছিল। এর জন্য মাঠেই সাজেশন বক্স তৈরি করার পরিকল্পনা ছিল। কিন্তু মাঠ না পাওয়ায় অনুষ্ঠান বাতিল করা হল।"
Loading...
কোন মন্তব্য নেই