Header Ads

মামার তিরে বিদ্ধ মৌসম, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা।

নজরবন্দি ব্যুরো: প্রশাসনকে ব্যবহার করে মালদহের কংগ্রেসকে শিবিরকে দুর্বল করার আপ্রাণ চেষ্টা চলছে।এমনটাই অভিযোগ করলেন মালদহ কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম। তাঁর কথা অনুসারে, এই ঘটনার সাথে উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নূর যুক্ত আছেন। গত পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনের যাঁরা ভোট লুঠে যুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচনের কমিশনের কাছে দাবি জানানোর কথা বলেছেন তিনি।

অভিযোগ, এরই মধ্যে মৌসম হরিশ্চন্দ্রপুরে দলের নেতা সনাতন দাসকে ফোন করেছিলেন। তাকে তৃণমূলে যোগ দিতে বলা হয়।
তৃণমূলে না যোগ দেওয়ায় এবার ওই নেতাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।
এ-সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ মালদহের সাংসদ তথা মৌসম বেনজির নূরের মামা আবু হাসেম খান চৌধুরী।
তিনি বলেছেন, নির্বাচন সামনে। তাই পুলিশের উচিত কংগ্রেস কিংবা তৃণমূল বিভেদ না করা। এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুলিশের পদাধিকারীরা ভাবছেন, কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাতে পারলে তাঁদের প্রমোশন হবে। কংগ্রেসের গড় মালদায় বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.