Header Ads

ছুটি বাতিল সেনাদের, বড় কিছু ঘটতে চলেছে?

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামাতে ৪০ ভারতীয় সেনার মৃত্যুর পর থেকে যেন দ্রুত বদলাচ্ছে কাশ্মীরের চেহারা। গোটা কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। দ্রুত গতিতে বদলাচ্ছে পরিস্থিতি।
তাতে বড় রকমের কিছু ঘটতে চলেছে মনে করছে বিশেষজ্ঞরা। সূত্রের খবর, কাশ্মীরে মোতায়েন সমস্ত জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে।
এর পাশাপাশি রিজার্ভ জওয়ানদের নোটিশ পাঠিয়ে তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এক সঙ্গে ১০০ কোম্পানি বাহিনী এই এলাকায় মোতায়েন করা নজিরবিহীন একটি পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল। তাছাড়াও জম্মু কাশ্মীর প্রশাসন সাধারণ মানুষের সমস্যাকে মাথায় রেখে ওষুধ এবং রেশন মজুদ করে রাখার কথা বলেছে। এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। পুরো কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.