পিএসসি-র মেধাতালিকা ঘিরে নতুন বিতর্ক!
নজরবন্দি ব্যুরো: অনেক বিতর্কের পরে প্রকাশিত হল WBCS-এর ২০১৭ গ্রুপ-সি বিভাগের চূড়ান্ত ফলাফল। যদিও পিএসসির আয়োজিত এই পরীক্ষার ফল ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না কমিশনের।
অভিযোগ, চূড়ান্ত মেধা তালিকায় এমন কিছু নাম আছে যাঁরা ওই বছরের WBCS গ্রুপ-এ পরীক্ষায় সফল হয়ে ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন।
শনিবার পর্যন্ত সেই ভুল সংশোধন করা হয় নি। এই প্রসঙ্গে কমিশনের দাবি, WBCS ২০১৭ গ্রুপ-সি’র চূড়ান্ত সফল প্রার্থীদের তালিকায় একটি নাম ভুল করে থেকে গিয়েছে। ওই প্রার্থী ২০১৭ WBCS গ্রুপ-এ পরীক্ষায় সফল সফল হয়েছিলেন।
তালিকা ওই চূড়ান্ত তৈরির সঙ্গে যুক্ত পিএসসি’র কর্মীদের জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।
ভুল সংশোধন করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, সম্প্রতি কমিশনের একাধিক পরীক্ষা আয়োজন এবং উত্তরপত্র মূল্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এই ঘটনার ফলে পিএসসি’র সার্বিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অভিযোগ, চূড়ান্ত মেধা তালিকায় এমন কিছু নাম আছে যাঁরা ওই বছরের WBCS গ্রুপ-এ পরীক্ষায় সফল হয়ে ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন।
তালিকা ওই চূড়ান্ত তৈরির সঙ্গে যুক্ত পিএসসি’র কর্মীদের জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে।
ভুল সংশোধন করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, সম্প্রতি কমিশনের একাধিক পরীক্ষা আয়োজন এবং উত্তরপত্র মূল্যায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।এই ঘটনার ফলে পিএসসি’র সার্বিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Loading...
কোন মন্তব্য নেই