সারা বিশ্ব আমাদের একতা দেখছে, বার্তা প্রধানমন্ত্রীর
নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। আর এই নির্বাচনে ‘মেরা বুথ সবসে মজবুত’ স্লোগানকে মাথায় রেখেই নিজের দলের কর্মীদের মাঠে নামার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত একজোট হয়ে বাঁচবে, লড়বে এবং জিতবে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে এমনই বার্তা দিলেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বীর জওয়ানরা সীমান্ত ও সীমান্তের ওপারেও তাঁদের পরাক্রম দেখাচ্ছেন।
সারা দেশ এক হয়ে জওয়ানদের পাশে দাঁড়িয়েছে। সারা বিশ্ব আজ আমাদের একতা দেখছে। শত্রুপক্ষ আমাদের দেশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। জঙ্গিরা চাইছে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে। কিন্তু, আমরা এই সব অশুভ প্রচেষ্টার বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বীর জওয়ানরা সীমান্ত ও সীমান্তের ওপারেও তাঁদের পরাক্রম দেখাচ্ছেন।
সারা দেশ এক হয়ে জওয়ানদের পাশে দাঁড়িয়েছে। সারা বিশ্ব আজ আমাদের একতা দেখছে। শত্রুপক্ষ আমাদের দেশের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। জঙ্গিরা চাইছে দেশের উন্নয়নকে স্তব্ধ করে দিতে। কিন্তু, আমরা এই সব অশুভ প্রচেষ্টার বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি।

No comments