Header Ads

ইমরান খান ফোনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান: পাক বিদেশ-মন্ত্রী

নজরবন্দি ব্যুরো: শান্তি আলোচনার প্রস্তাব বুধবারই দিয়েছেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। সেই প্রস্তাবকে আরও এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রস্তাব দিলেন পাক-বিদেশ-মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি জানিয়েছেন, “পাক- প্রধানমন্ত্রী শান্তি প্রস্তাব নিয়ে টেলিফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী।
মোদীজি প্রস্তুত আছেন তো ?” পাশাপাশি কুরেশি বলেন,”যদি ভারত জঙ্গি দমন নিয়ে আমাদের সঙ্গে আলোচনা চায়, তাতেও আমরা প্রস্তুত আছি। এখন শান্তি বজায় রাখাই আমাদের কাছে প্রধান ও মুখ্য চ্যালেঞ্জ।” পাকিস্তানে জঙ্গি-ঘাঁটি নিয়ে ভারতের পাঠানো তথ্য-প্রমাণ প্রসঙ্গে এদিন কুরেশি বলেছেন, “ভারতের তথ্যপ্রমাণ আমরা হাতে এসেছে। কথা দিচ্ছি, এই বিষয়ে খোলা মনেই আমরা পর্যালোচনা করব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.