Header Ads

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফকে সজাগ থাকার নির্দেশ!

নজরবন্দি ব্যুরো: ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে আগেই। একে অপরের দুর্বলতা খুঁজে আক্রমণের চেষ্টা চালাচ্ছে। সীমান্তের দুই পাড়েই যুদ্ধের আশঙ্কায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এয়ার ফোর্স থেকে সেনাবাহিনীকে সব ধরনের পরিস্থিতির জন্যে তৈরি থাকতে বলা হয়েছে। তৈরি রাখা হয়েছে বিএসএফকেও।
বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তে চরম সতর্কতা জারি করল।

বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে ওঠা এই চরম উত্তেজনার সময় যাতে কোনও দুষ্কৃতী বা জঙ্গি এই সীমান্ত দিয়ে প্রবেশ করতে না পারে ভারতীয় ভূখণ্ডে, তার জন্যই এই সতর্কতা। বুধবারই সীমান্ত-রক্ষী বাহিনীর পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.