আগামীকাল অভিনন্দন কে ফিরিয়ে দেওয়া হবে ভারতে, ঘোষণা পাক প্রধানমন্ত্রীর। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ আগামীকাল অভিনন্দন কে ফিরিয়ে দেওয়া হবে ভারতে, ঘোষণা করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, ভারতের সামরিক শিবির লক্ষ করেই গতকাল হামলা চালিয়েছে পাকিস্তান বলে জানিয়েছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।তিনি এটাও জানিয়েছিলেন আকাশপথে ওই হামলা প্রতিরোধ করার জন্য পাকিস্তান বায়ুসেনার একটি যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে, যা গিয়ে পাকিস্তানে পড়েছে। পাশাপাশি প্রায় একই সময়ে মিগ ২১ যুদ্ধ বিমান নিখোঁজ হয় ভারতের যার চালকের খোঁজও পাওয়া যায়নি।
পাকিস্তান দাবি করেছে ওই পাইলট তাঁদের হেফাজতে রয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন রাবীশ কুমার। এর পরেই পাক ডেপুটি হাইকমিশনার কে তলব করেছিল ভারতের বিদেশ মন্ত্রক। রক্তাক্ত এক বন্দি জওয়ানের ছবি প্রকাশ করে পাকিস্তান, নাম কমান্ডার অভিনন্দন। হাত পিছমোড়া করে বেঁধে, চোখে কাপড় চাপা দিয়ে জিজ্ঞাসাবাদের সময় জওয়ান পাকিস্তানি ফোর্স কে বলেন, "আমি একজন উইং কমান্ডার, নাম অভিনন্দন। সার্ভিস নম্বর ২৭৯৮১, হিন্দু। এর বেশি আমি কিছুই বলব না দুঃখিত।" ভিডিও প্রকাশ করেছে কিছুক্ষন আগে, যেখানে দেখা যাচ্ছে কমান্ডার অভিনন্দন চা খাচ্ছেন এবং বলছেন "পাকিস্তান আর্মি আমাকে উদ্ধার করেছে, এদের ব্যাবহারে আমি অভিভূত"। ততক্ষনে পাক ডেপুটি হাই কমিশনার কে ডেকে ভারত সরকার চাপ দেয় বায়ুসেনার কমাণ্ডার অভিনন্দন কে ছেড়ে দেওয়ার জন্যে, নিঃশর্ত মুক্তি চায় ভারত। আর আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী জানালেন আগামীকাল অভিনন্দন কে ফিরিয়ে দেওয়া হবে দেশে, কোন শর্ত ছাড়াই।
অস্ত্রহীন, রক্তাক্ত, আহত, চোখ কাপড়ে ঢাকা, হাত পিছমোড়া করে বাঁধা ভারতের বায়ুসেনার জওয়ানকে চলছে জিজ্ঞাসাবাদ! কি মিশন আপনাদের? নির্লিপ্ত মুখে উত্তাপহীন গলায় উত্তর "আমি একজন উইং কমান্ডার, নাম অভিনন্দন। সার্ভিস নম্বর ২৭৯৮১, হিন্দু। এর বেশি কিছু বলব না দুঃখিত।"
ঘোর শত্রুপক্ষের সামনে দাঁড়িয়ে নিজেকে বিলিয়ে এবং বিকিয়ে না দেওয়া কমান্ডার অভিনন্দন কে স্যালুট টিম নজরবন্দির।

No comments