Header Ads

"রাজ্যে এত রকমের চুক্তিভিত্তিক শিক্ষক আছেন যে, আমি গুলিয়ে ফেলি": শিক্ষামন্ত্রী

নজরবন্দি ব্যুরো: স্কুলে বহু রকমের চুক্তিভিত্তিক শিক্ষক আছে ! আর সেই কারণে ঠিকঠাক মনে থাকেনা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। আর এই কথা নিজেই জানালেন তৃণমূলের মহাসচিব।
এক কনভেনশনে উপস্থিত হয়ে তিনি বলেন," রাজ্যে এত রকমের চুক্তিভিত্তিক শিক্ষক আছেন যে, আমি গুলিয়ে ফেলি।"
এদিনের এই সভায় শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের বিরুদ্ধে।
এই ব্যাপারে আগের বাম সরকারের সমালোচনা করেন তিনি। তাঁর কথায়," এর আগে টানা ৩৪ বছর শাসন করেছে , তাদের যা করা উচিত ছিল তা তারা করেনি।" বেশকিছু ক্ষেত্রে যোগ্যতা না থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ হয়েছিল বলে আগের সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূলের মহাসচিব।
যদিও প্রাক্তন উচ্চ-শিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী বলেন, “এ সব কথা শুনলে তৃণমূলের সমর্থকরাও হাসবে। পার্থ-বাবু দাম্ভিক অজ্ঞের মতো কথা বলছেন। কি পদ্ধতিতে নিয়োগ হয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের উনি সেটাই ভাল করে জানেন না।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.