Header Ads

নির্বাচনের কথা মাথায় রেখে ৭৫,০০০ কোটি টাকার প্রকল্প চালু করতে চলেছেন মোদী!

নজরবন্দি ব্যুরো: সামনেই লোকসভা নির্বাচন। এই নির্বাচন বিজেপির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।
সম্প্রতি বেশ-কয়েকটি নির্বাচনে পরাজয়ের পর সামনের লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া মোদী বাহিনী।
আর সেই কথা মাথায় রেখে আজ বড়সড় প্রকল্পের সূচনা করছেন প্রধানমন্ত্রী। উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে আজ ৭৫,০০০ কোটি টাকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করছেন মোদী। যদিও অন্তর্বর্তীকালীন বাজেটে ওই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন পীয়ূষ গোয়েল।
সরকারের দাবি এতে উপকৃত হবেন দেশের ১২ কোটি কৃষক। প্রকল্পের আওতায় ২ একর পর্যন্ত কৃষি জমির মালিকরা বছরে ৬ হাজার টাকা অনুদান পাবেন। এই টাকা দেওয়া হবে ৩ বারে। প্রতিবার মিলবে ২ হাজার টাকা। ওই টাকা সরাসরি চলে যাবে চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.