ঝাড়খণ্ডে খতম ২ মাওবাদী।
নজরবন্দি ব্যুরোঃ ঝাড়খণ্ডের গুমলায় মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলেই খবর পায় ঝাড়খণ্ড পুলিশ ও ২০৯ কোবরা বাহিনীর সিআরপিএফ জওয়ানেরা।শুরু হয় অভিযান।গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় গুলির লড়াই।
প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় সাফল্য পায় সিআরপিএফের কোবরাবাহিনী এবং ঝাড়খণ্ড পুলিশ। এখনও পর্যন্ত দুজন মাওবাদীকে নিকেশ করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে দুটি একে ৪৭ এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় আরও বেশ কয়েকজন মাওবাদী গা ঢাকা দিয়ে রয়েছে বলেই অনুমান নিরাপত্তাবাহিনীর। তাই গোটা এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই