গ্রেফতার করা যাবেনা মুকুল রায়কে! জানিয়ে দিল আদালত।
নজরবন্দি ব্যুরো: সরস্বতী পুজোর দিন খুন হয় তৃণমূল বিধায়ক। আর এই খুনের ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে শাসক দলের নেতাদের মধ্যে। আর এই খুনে বিজেপি নেতা মুকুল রায়ের হাত আছে বলে এফআইআর করা হয়।
এই খুনে আগাম জামিন মামলায় মুকুল রায়ের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট।
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় নাম জড়িয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। তাঁর বিরুদ্ধে হয়েছে এফআইআর। আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়। সেই মামলার শুনানি হল আজ। মুকুল-বাবুর আবেদনের উপর শুনানিতে আগাম জামিন মঞ্জুর করে আদালত। এর পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে।
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের মামলায় নাম জড়িয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। তাঁর বিরুদ্ধে হয়েছে এফআইআর। আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়। সেই মামলার শুনানি হল আজ। মুকুল-বাবুর আবেদনের উপর শুনানিতে আগাম জামিন মঞ্জুর করে আদালত। এর পাশাপাশি আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত গ্রেফতার করা যাবে না মুকুল রায়কে।
No comments