Header Ads

অমিত ভাণ্ডারির উপর হামলার ঘটনায় অভিযুক্ত ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করলো দিল্লি ক্রিকেট সংস্থা।

নজরবন্দি ব্যুরোঃ 'অনূর্ধ্ব ২৩ দিল্লি দলের নির্বাচন ঘিরে চেয়ারম্যান তথা প্রাক্তন ভারতীয় দলের পেসার অমিত ভাণ্ডারির উপর সোমবার হামলা চালান একদল ছেলে।
রীতিমতো মাটিতে ফেলে দল বেঁধে মারধর করা হয় নির্বাচক প্রধানকে। হেনস্থাকারীদের পাণ্ডা ছিলেন দিল্লি অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার অনুজ দেধা এবং তাঁর ভাই নরেশ। এই ঘটনায় গোটা দিল্লি ক্রিকেট মহলে আলোড়ন পড়ে যায়। এমন অক্রিকেটীয় আচরণের তীব্র নিন্দা করেন বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, বিষেণ সিং বেদী-সহ সকলেই।

 এরপরই দিল্লি ক্রিকেট সংস্থা DDCA-র প্রেসিডেন্ট রজত শর্মা অভিযুক্ত ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করার সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, বিশেষ কয়েকজন ক্রিকেটারকে দিল্লি দলে নির্বাচিত করতে নির্বাচকদের উপর চাপ সৃষ্টির যে সমস্ত অভিযোগ উঠেছে তার তদন্ত করা হবে DDCA-র তরফে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.