'ভারত' ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে ফাঁস! মাথাই হাত পরিচালকের।
নজরবন্দি ব্যুরোঃ 'ভারত' ছবিতে ফের জুটি বাঁধছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ, সেদিন থেকেই সিনেপ্রেমীদের উত্সাতহ তুঙ্গে।
ছবির শুটিং থেকে শুটিং বিভ্রাট, সব খবরই রেখেছেন ভাইজানের ভক্তরা। তারপর গত মাসে মুক্তি পায় ছবির টিজার। যেখানে একাধিক চরিত্রে ধরা দিয়েছেন দাবাং খান। আর তাঁর গলায় সংলাপ ছবি নিয়ে ফ্যানদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দেয়। তাঁর সংলাপের পরতে পরতে দেশপ্রেম। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এবার শোনা গেল, মুক্তির আগেই ফাঁস হয়ে গিয়েছে ছবির ক্লাইম্যাক্স।ক্লাইম্যাক্স দৃশ্যের গল্প ফাঁস হয়ে যাওয়ায় রীতিমতো মাথায় হাত পরিচালক আলি আব্বাস জাফরের।
একটি রিপোর্টে জানা গিয়েছে, মুম্বইয়ের ফিল্মসিটির মধ্যেই দিল্লির সেট তৈরি করা হয়েছিল। যেখানে ক্লাইম্যাক্সের শুটিং হচ্ছিল। শেষ দৃশ্যে দেখা যায়, রাজধানীকে ধ্বংস করে দিচ্ছেল সলমন ও ক্যাটরিনা। আর এতেই ছবির গোটা গল্পের ধারণা করে নিচ্ছেন দর্শকরা। তবে অনেকে এও বলছেন, দৃশ্যটি নেহাতই একটি স্বপ্নের সিকোয়েন্স হিসেবে ফুটে উঠবে পর্দায়। তবে এমন একটি দৃশ্য যে ছবিতে থাকবে, সে নিয়ে সন্দেহ নেই।
ছবির শুটিং থেকে শুটিং বিভ্রাট, সব খবরই রেখেছেন ভাইজানের ভক্তরা। তারপর গত মাসে মুক্তি পায় ছবির টিজার। যেখানে একাধিক চরিত্রে ধরা দিয়েছেন দাবাং খান। আর তাঁর গলায় সংলাপ ছবি নিয়ে ফ্যানদের কৌতূহল অনেকখানি বাড়িয়ে দেয়। তাঁর সংলাপের পরতে পরতে দেশপ্রেম। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু এবার শোনা গেল, মুক্তির আগেই ফাঁস হয়ে গিয়েছে ছবির ক্লাইম্যাক্স।ক্লাইম্যাক্স দৃশ্যের গল্প ফাঁস হয়ে যাওয়ায় রীতিমতো মাথায় হাত পরিচালক আলি আব্বাস জাফরের।
No comments