Header Ads

কংগ্রেসের হাত ছাড়ার হুঁশিয়ারি মমতার!

নজরবন্দি ব্যুরো: কেন্দ্রীয় স্তরে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যে যৌথ বাতাবরণ তৈরি হয়েছিল তাতে বড়সড় ফাটলের ইঙ্গিত। বুধবার লোকসভায় চিটফান্ড ইস্যুতে তৃণমূলকে নজিরবিহীন আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ ও প্রাক্তন বঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী।
আর এই ঘটনার পরই কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, তাঁর দলের  সাংসদদের পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে কোনও রকমের যৌথ কর্মসূচিতে যোগ দেওয়া যাবে না। পাশাপাশি, সংসদের সেন্ট্রাল হলে সোনিয়া গান্ধীর কাছেও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
জানিয়ে দিয়েছেন, এভাবে চললে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে কোনও রকমের সম্পর্ক রাখবে না তৃণমূল কংগ্রেস। যদিও, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমঝোতার বার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.