Header Ads

পুলওয়ামা হামলার পিছনে মাসুদ আজহার?

নজরবন্দি ব্যুরো: নিজের আপনজনদের মৃত্যুর বদলা নিতেই পুলওয়ামায় এই হামলার ছক করে জইস-ই-মহম্মদ নেতা মাসুদ আজহার! প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের এমনটাই অনুমান। এই ঘটনার মূল চক্রী আজহার হলেও এই নাশকতা ঘটানর জন্য প্রশিক্ষণ দিয়েছিল দুই জইস কমান্ডার গাজি রসিদ ও কামরান। এই দুই জঙ্গি ভারতে এসে আদিলের মগজ ধোলাই করে বলে অনুমান।
এরা দু-জন পাকিস্তান থেকে বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম নিয়ে আসে। আর গাজিকে পাঠানো মাসুদ আজাহারের শেষ মেসেজ ছিল,  ‘‘বড়া হোনা চাহিয়ে, হিন্দুস্তান রোনা চাহিয়ে।’’
গোয়েন্দারা মনে করছেন, হামলার দায়িত্বে এই দুই জঙ্গি থাকলেও চূড়ান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় জইশ চিফ মাসুদ আজহার।
কারণ এমন কিছু সাঙ্কেতিক মেসেজের অংশ গোয়েন্দাদের হাতে এসেছে, যা থেকে এটা স্পষ্ট যে হামলার চূড়ান্ত নির্দেশ এসেছিল আজহারের কাছ থেকেই।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.