পুলওয়ামার ঘটনায় মাসুদকে ঘরে ঢুকে মারা উচিৎ বলে মনে করেন লক্ষ্মীরতন শুক্লা!
নজরবন্দি ব্যুরো: পুলওয়ামার ঘটনায় শহীদ বাবলা সাঁতরার বাড়িতে এসে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী এবং ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। স্পষ্ট ভাষায় বললেন, ‘‘মাসুদকে ঘরে ঢুকে মারা উচিৎ।’’
সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামাতে ঘটে বর্বরোচিত সন্ত্রাসী হামলা।
আত্মঘাতী সেই হামলায় শহিদ হন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান। শহিদদের মধ্যে রয়েছেন হাওড়ার বাউড়িয়ার চককাশীর বাবলা সাঁতরা। শুক্রবার সকালে পুলওয়ামা হামলায় বাবলু সাঁতরার বাড়িতে আসেন তৃণমূলের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা।
তিনি বলেন, ‘‘মাসুদকে এবার ঘরে ঢুকে মারা উচিৎ’’। এর পরে তিনি আরও বলেন, ‘‘বাবলু সাঁতরা আমাদেরই একজন। রাজ্য সরকার সাঁতরা পরিবারকে সহ ধরণের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
সম্প্রতি কাশ্মীরের পুলওয়ামাতে ঘটে বর্বরোচিত সন্ত্রাসী হামলা।
তিনি বলেন, ‘‘মাসুদকে এবার ঘরে ঢুকে মারা উচিৎ’’। এর পরে তিনি আরও বলেন, ‘‘বাবলু সাঁতরা আমাদেরই একজন। রাজ্য সরকার সাঁতরা পরিবারকে সহ ধরণের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

No comments