Header Ads

কাশ্মীরের ৫ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নিল সরকার।

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ইঙ্গিত দিয়েই রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রবিবার তা কার্যকর করা হল। কাশ্মীরের ৫ বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা তুলে নিল সরকার।
রবিবার সন্ধে থেকে এই নির্দেশিকা কার্যকর করা হচ্ছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষাণা করেছিলেন সেনাকে সমস্ত ক্ষমতা দেওয়া রয়েছে, পাশাপাশি ভারতীয়সেনার শৌর্যের ওপর সরকারের চরম আস্থা রয়েছে।শনিবার বিকেলেই নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠকে বসেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজধানী দিল্লিতে এই বিশেষ বৈঠকেই ঠিক করা হয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে একাধিক বিষয়।


 বৈঠকে হাজির ছিলেন গোয়েন্দা বিভাগের ডিরেক্টর ,সহ জাতীয় পর্যায়ের একাধিক সচিব।রবিবার যেসব নেতার সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল তাদের মধ্যে রয়েছেন, মীরওয়াইজ উমর ফারক, আবদুল গনি ভাট, বিলাল লোন, হাসিম কুরেশি ও শাবির শাহ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.