সারার হৃদয়ে কোন পুরুষ? জানাবেন খুব তাড়াতাড়ি।
নজরবন্দি ব্যুরোঃ মাত্র দু’টি ছবিতেই সারা আলি খান বুঝিয়ে দিয়েছেন, তাঁর স্থান বলিউডে পাকা। তাঁর সৌন্দর্য ও অভিনয়ে আসমুদ্র হিমাচলের তরুণ হৃদয়ে ঝড় তুলেছেন সেফ-কন্যা। কিন্তু তাঁর মনে কোন পুরুষ কে যায়গা দিয়েছেন অমৃতা কন্যা? না, কার্তিক আরিয়ান নয়।
এক সর্বভারতীয় ওয়েবসাইটের দাবি, কার্তিক নন, সারার হৃদয়ে রয়েছেন অন্য কেউ। প্রথম ছবি কেদারনাথ এর হিরো সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে বিশেষ সম্পর্ক আছে সারার। সুশান্ত এর জন্মদিনে চুপি চুপি কেক নিয়ে জন্মদিন পালন করে এসেছেন সারা। কিন্তু দুজনের কেও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সূত্রের খবর সম্ভাবনা রয়েছে, তাঁরা শিগগিরি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করবেন জনসমক্ষে।
এক সর্বভারতীয় ওয়েবসাইটের দাবি, কার্তিক নন, সারার হৃদয়ে রয়েছেন অন্য কেউ। প্রথম ছবি কেদারনাথ এর হিরো সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে বিশেষ সম্পর্ক আছে সারার। সুশান্ত এর জন্মদিনে চুপি চুপি কেক নিয়ে জন্মদিন পালন করে এসেছেন সারা। কিন্তু দুজনের কেও তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সূত্রের খবর সম্ভাবনা রয়েছে, তাঁরা শিগগিরি নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করবেন জনসমক্ষে।
কোন মন্তব্য নেই