ভাষা দিবসের দিনেই ভয়ানক অগ্নিকাণ্ড। ৭০ জন প্রান হারালেন বাংলাদেশে।
নজরবন্দি ব্যুরোঃ একদিকে ভাষাদিবস উদযাপনের প্রস্তুতি অন্যদিকে আগুন নেভানোর ব্যার্থ প্রচেষ্টা। এই ভাবেই এ বছরের ভাষাদিবস কাটল ওপার বাংলায়। বাংলাদেশের চকবাজারে বিধ্বংসী অগ্নিকান্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় সত্তর, আহত হয়েছেন ৫৫ জন।
ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ৪০ জন অগ্নিদগ্ধ কে।
চকবাজারের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে, আগুনের প্রকোপে আশেপাশের চারটি বাড়িও প্রায় ভস্মীভূত হয়েছে। চরম ক্ষতিগ্রস্ত একাধিক দোকান। পাশাপাশি ঘটনাস্থলের নিকটবর্তী স্থানে থাকা বেশ কিছু গাড়িও পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুন কিছুতেই নিয়ন্ত্রনে আসছিল না। তাই নিয়ে যাওয়া হয় আরও ৮ টি ইঞ্জিন। প্রায় ২০০ জন দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করেন। সকালে হেলিকপ্টার থেকে জল ঢালা হয় তারপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চকবাজারের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে, আগুনের প্রকোপে আশেপাশের চারটি বাড়িও প্রায় ভস্মীভূত হয়েছে। চরম ক্ষতিগ্রস্ত একাধিক দোকান। পাশাপাশি ঘটনাস্থলের নিকটবর্তী স্থানে থাকা বেশ কিছু গাড়িও পুড়ে ছাই হয়ে গেছে।
কোন মন্তব্য নেই