Header Ads

কাশ্মীরি মুসলিমদের দিকে মানবিকতার হাত বাড়াল শিখ সম্প্রদায়। এটাই ভারত।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামা হামলার জেরে গোটা দেশে কাশ্মীরিদের ওপর নেমে এসেছে চরম দুর্ভোগ। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু কাশ্মীরিদের বয়কট করার পোস্ট।

এরকম পরিস্থিতিতে কাশ্মীরিদের দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিল শিখ সম্প্রদায়। বেশ কিছুদিন ধরে কাশ্মীরি মুসলিমদের ওপর হামলা হচ্ছে।উত্তর ভারতের শিখরা এইসব কাশ্মীরিদের রক্ষা করতে ময়দানে নেমেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন খালসা সহায়তা কেন্দ্র, স্থানীয় গুরুদ্বার এবং আরও অন্যান্য শিখ সম্প্রদায়ের অন্তর্গত মানুষরা ওই সব অসুরক্ষিত কাশ্মীরিদের আশ্রয়, খাদ্য এবং নিরাপত্তা দিচ্ছেন।

 এমনকী কাশ্মীরে তাঁদের বাড়িতেও পৌঁছে দিয়ে আসছে শিখরা। কাশ্মীরি সাংবাদিক হোক বা কোনও কাশ্মীরের রাজনৈতিক নেতা, তাঁদের সহায়তা করার জন্য শিখদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। কাশ্মীরিরা জানান, এরকম অসহায় ও কঠিন পরিস্থিতিতে যেভাবে শিখরা তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য তাঁরা শিখদের কাছে সত্যিই কৃতজ্ঞ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.