আর টাইম টেবিল মেনে চলবে না কলকাতা মেট্রো।
নজরবন্দি ব্যুরোঃ আর টাইম টেবিল মেনে চলবে না কলকাতা মেট্রো। পরের পর যান্ত্রিক বিভ্রাটে বিপর্যস্ত মেট্রো রেল যাত্রীদের অভিযোগ দূর করতে এই সিদ্ধান্তই নিচ্ছে। এ বার থেকে মেট্রো স্টেশনগুলিতে টাইম টেবিল নয়, বাস্তব পরিস্থিতি অনুযায়ী ক’টার সময় ট্রেন আসবে, সেই সময়টাই দেওয়া থাকবে।
মেট্রো কর্তৃপক্ষের দাবি, নতুন এই ব্যবস্থায় যাত্রীদেরই সুবিধা হবে। ঠিক কতক্ষণ বাদে সত্যিই ট্রেন আসবে, স্টেশনে প্রবেশের আগেই তা জেনে যেতে পারবেন তাঁরা। প্রয়োজনে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। মেট্রো কর্তারা অবশ্য আশ্বস্ত করছেন, টাইম টেবিল তুলে দেওয়া হলেও যাত্রীর চাপ অনুযায়ী পর্যাপ্ত ট্রেন যাতে চলে, তা নিশ্চিত করবেন তাঁরা।
কোন মন্তব্য নেই