Header Ads

লোকসভায় বিজেপির সমর্থনে তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ কংগ্রেসের, গোঁসা করলেন মমতা।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশন চলছে। আজ ছিল তার শেষ দিন। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে সভা কক্ষ৷ বেআইনি অর্থলগ্নি সংস্থার ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিল পেশ করে বিজেপি৷

কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী সেই বিলের সমর্থন জানিয়ে তৃণমূল কংগ্রেসকে বিঁধে বলেন, "আমি এই বিলকে সমর্থন করি। কারণ বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিটফান্ড লক্ষ লক্ষ মানুষকে সর্বস্বান্ত করেছে।" তিনি আরও বলেন, "এই এখানে যারা চোর চোর বলে স্লোগান তুলছে তারাই বাংলায় চিটফান্ড কান্ডে দায়ী। চোর মাচায়ে শোর। বাংলায় গরিব মানুষের টাকা লুঠ করেছে। সেই কারণেই এই বিলে আমি সমর্থন জানাচ্ছি।"

এদিকে অধীর চৌধুরীর এই কথাতে চটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদের সেন্ট্রাল হলে সোনিয়া গান্ধীর সাথে দেখা হলে তিনি অভিযোগ করেন, লোকসভায় অধীর চৌধুরী যেটা করলেন সেটা ঠিক করলেন না। যদিও এর পরেও মাথা ঠান্ডা রেখে সনিয়া জবাব দেন, বাংলায় তৃণমূলও কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছে। তবে রাজনীতিতে তারা বন্ধু, বুঝিয়ে দিতে চান সোনিয়া। কিন্তু চিঁড়ে ভেজেনি তাতে। মমতা বলে বসেন, "ঠিক আছে আমিও মনে রাখবো।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.