Header Ads

প্রশ্ন ফাঁসের ঘটনায় উত্তাল রাজ্য, তড়িঘড়ি পর্ষদ সভাপতিকে তলব শিক্ষামন্ত্রীর।

নজরবন্দি ব্যুরো: বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে বহুবার প্রশ্ন ফাঁস হবার অভিযোগ উঠেছে। এর আগেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় এই একই ভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল।
রাজ্য সরকার এ-বছর মাধ্যমিক পরীক্ষাতে প্রশ্ন ফাঁস আটকাতে অনেক চেষ্টা করেছিল।
কিন্তু প্রথম দিনের পরে আজ দ্বিতীয় দিনেও প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। আর এভাবে প্রশ্ন ফাঁসের খবরে বেশ বিরক্ত রাজ্যের শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে পুরো বিষয়টি জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিকেলে পর্ষদ ভবন থেকে কল্যাণময়-বাবুকে বিকাশ ভবনে ডেকে পাঠিয়েছেন তিনি।

আজ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে ফাঁস হয়ে যায় মাধ্যমিকের ইংরাজিরে প্রশ্নপত্র।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওই প্রশ্নপত্র। পরীক্ষার শেষে পরীক্ষার্থীরা বুঝতে পারে তারা যে প্রশ্নে পরীক্ষা দিয়েছে সেই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের হুবহু মিল আছে। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে রাজ্যের শিক্ষা দফতর। আর এইভাবে প্রতিদিন প্রশ্ন ফাঁস হবার ঘটনায় বেশ চিন্তিত রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.