এবার থেকে শহরের প্রতিটি মলে স্তন্যদান কক্ষ বাধ্যতামূলক। ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের।
নজরবন্দি ব্যুরোঃ গত বছরের ২৮ নভেম্বরের। দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে সন্তানকে নিয়ে গিয়েছিলেন অভিলাষা পাল। বাচ্চার খিদে পেতেই তাকে স্তন্যদান করাতে যান তিনি।
কিন্তু কর্তৃপক্ষ বাধা দেয়। জানিয়ে দেওয়া হয়, প্রকাশ্যে এভাবে শিশুকে স্তন্যদান করানো যাবে না। তাঁকে শৌচালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানেও স্তন্যদানে বাধা পান তিনি। অবশেষে অভুক্ত সন্তানকে নিয়েই মল ছাড়তে হয় অভিলাষাকে। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না নয়, তার জন্যই নয়া পদক্ষেপ নিলেন মেয়র।
এদিন ফিরহাদ হাকিম জানিয়ে দেন, কলকাতা পুরসভার অন্তর্গত প্রতিটি শপিং মলে স্তন্যদানের জন্য আলাদা জায়গা রাখতে হবে। যেসব মলে ইতিমধ্যেই সে ব্যবস্থা আছে ভাল, নাহলে দ্রুত ব্যবস্থা করতে হবে। অর্থাত্ এবার থেকে শপিং মলে স্তন্যদান কক্ষ রাখা বাধ্যতামূলক বলেই ঘোষণা মেয়রের। প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি অভিলাষা পাল। তিনি বলেন, আর অন্তত এমন ঘটনা কারও সঙ্গে ঘটবে না।
কিন্তু কর্তৃপক্ষ বাধা দেয়। জানিয়ে দেওয়া হয়, প্রকাশ্যে এভাবে শিশুকে স্তন্যদান করানো যাবে না। তাঁকে শৌচালয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেখানেও স্তন্যদানে বাধা পান তিনি। অবশেষে অভুক্ত সন্তানকে নিয়েই মল ছাড়তে হয় অভিলাষাকে। এ ঘটনার যাতে পুনরাবৃত্তি না নয়, তার জন্যই নয়া পদক্ষেপ নিলেন মেয়র।

No comments