Header Ads

মোদীজির টক-টাইম শেষ...আর রিচার্জ হবে না : কানহাইয়া কুমার

নজরবন্দি ব্যুরো: বিজেপি আর কানহাইয়া কুমারের মধ্যেকার তিক্ততার সম্পর্ক সবার জানা। যখনই সুযোগ পেয়েছেন তখনই বিজেপিকে সমালোচনার বানে বিদ্ধ করেছেন এই তরুণ ছাত্র নেতা।
“মোদীজির টক-টাইম শেষ। আর রিচার্জ হবে না।" দিল্লীতে ছাত্র ও যুবদের মিছিল থেকে মোদীর বিরুদ্ধে এমনটাই বললেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের  ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার।
বৃহস্পতিবার দিল্লীতে ৭০ টিরও বেশি ছাত্র ও যুব সংগঠন কর্মসংস্থান ও দেশের জি.ডি.পির অন্তত ১০% শিক্ষার কাজে ব্যয় করার দাবীতে সংগঠিত হয় একটি র‍্যালি।
 জামিয়া মিলিয়া ইসলামিয়া, জহরলাল নেহেরু ও দিল্লী বিশ্ববিদ্যালয় ছাড়াও এই মিছিলে এফ.টি.আই.আই, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন। মূলত বাম সংগঠনগুলির ডাকে এই মিছিল হলেও সমাজবাদী পার্টি ও স্বরাজ পার্টিও সমর্থন জানিয়েছে এই র‍্যালিকে। এই মিছিলের প্রধান আকর্ষণ ছিল কানহাইয়া কুমার। তিনি এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.