মোদীজির টক-টাইম শেষ...আর রিচার্জ হবে না : কানহাইয়া কুমার
নজরবন্দি ব্যুরো: বিজেপি আর কানহাইয়া কুমারের মধ্যেকার তিক্ততার সম্পর্ক সবার জানা। যখনই সুযোগ পেয়েছেন তখনই বিজেপিকে সমালোচনার বানে বিদ্ধ করেছেন এই তরুণ ছাত্র নেতা।
“মোদীজির টক-টাইম শেষ। আর রিচার্জ হবে না।" দিল্লীতে ছাত্র ও যুবদের মিছিল থেকে মোদীর বিরুদ্ধে এমনটাই বললেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার।
বৃহস্পতিবার দিল্লীতে ৭০ টিরও বেশি ছাত্র ও যুব সংগঠন কর্মসংস্থান ও দেশের জি.ডি.পির অন্তত ১০% শিক্ষার কাজে ব্যয় করার দাবীতে সংগঠিত হয় একটি র্যালি।
জামিয়া মিলিয়া ইসলামিয়া, জহরলাল নেহেরু ও দিল্লী বিশ্ববিদ্যালয় ছাড়াও এই মিছিলে এফ.টি.আই.আই, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন। মূলত বাম সংগঠনগুলির ডাকে এই মিছিল হলেও সমাজবাদী পার্টি ও স্বরাজ পার্টিও সমর্থন জানিয়েছে এই র্যালিকে। এই মিছিলের প্রধান আকর্ষণ ছিল কানহাইয়া কুমার। তিনি এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
“মোদীজির টক-টাইম শেষ। আর রিচার্জ হবে না।" দিল্লীতে ছাত্র ও যুবদের মিছিল থেকে মোদীর বিরুদ্ধে এমনটাই বললেন জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার।
জামিয়া মিলিয়া ইসলামিয়া, জহরলাল নেহেরু ও দিল্লী বিশ্ববিদ্যালয় ছাড়াও এই মিছিলে এফ.টি.আই.আই, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন। মূলত বাম সংগঠনগুলির ডাকে এই মিছিল হলেও সমাজবাদী পার্টি ও স্বরাজ পার্টিও সমর্থন জানিয়েছে এই র্যালিকে। এই মিছিলের প্রধান আকর্ষণ ছিল কানহাইয়া কুমার। তিনি এই জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

No comments