Header Ads

অভিনেত্রী মধুবালার জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ।

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয় অভিনেত্রী মধুবালার আজ ৮৬ তম জন্মদিন। এই জন্মদিবস উপলক্ষে গুগল ডুডলের তরফে শ্রদ্ধার্ঘ জানানো হলো তাঁকে। আজ গুগল ডুডলে তাঁর ছবি।১৯৩৩ সালে দিল্লিতে আজকের দিনেই জন্ম নেন মধুবালা। যাঁর রূপ রহস্য থেকে হাসির ঝলকে হৃদয় হারিয়েছেন বহু পুরুষ।

 মুমতাজ জাহান বেগম দেহলভি থেকে মধুবালা হয়ে ওঠার কাহিনিও যেন তাঁকে সবার থেকে আরও খানিকটা আলাদা করে তুলেছে। প্রথম স্টেজ পারফরম্যান্স ৯ বছর বয়সে। তারপর ১৪ বছর বয়সে প্রথম স্টেডে অভিনয়। এরপর কেরিয়ারের দিক থেকে আর ফিরে তাকাতে হয়নি মধুবালাকে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.