নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ, সরাসরি বুথের সাথে যোগাযোগ রাখতে অ্যাপ আনছে কমিশন
নজরবন্দি ব্যুরো: নির্বাচনকে আরও স্বচ্ছ ও রক্তক্ষরণের মতন কোনও ঘটনা যাতে না ঘটে সেইদিকে বিশেষ নজর দিতে চায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার সরাসরি বুথ স্তরে যোগাযোগ রাখতে চাইছে নির্বাচন আধিকারিকরা। আর তাই একটি অ্যাপ আনতে চলেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শিক্ষক শিক্ষা-কর্মীদের একটি সংগঠনের বক্তব্য অনুসারে, ভোটের ডিউটিতে তাদের আরও বেশি করে নিরাপত্তার দরকার। তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগছেন। ভোটের ডিউটি করতে গিয়ে রাজনৈতিক দলের রোষের মুখে পড়তে হচ্ছে তাঁদের।
অনেক সময় অভিযোগ জানানোর পরেও কাজের কাজ কিছুই হয় নি। তাঁদের অভিযোগ, অনেক সময় সেক্টর অফিসার, রিটার্নিং অফিসাররা যথাযথ ভূমিকা পালন করেন না। এইসব বিষয়গুলি বিবেচনা করেই অ্যাপ আনতে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই অ্যাপের মাধ্যমে বুথ স্তরের ভোট-কর্মীরা সরাসরি যোগাযোগ করতে পারবেন মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সাথে। দিতে পারবেন রিপোর্ট। জানাতে পারবেন অভিযোগ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে এই খবর জানা গিয়েছে।

No comments