স্কুল ফেরত হারিয়ে যাওয়া মেয়ে কে বাবার হাতে তুলে দিল কোলকাতা পুলিশ।
আবার এক নজীর গড়ল কোলকাতা ট্রাফিক পুলিশ। স্কুল থেকে বাড়ি ফেরার সময় পথ হারিয়ে ফেলে ছোট্ট মেয়েটি। শনিবার সকাল এগারোটার সময় অন্যান্য দিনের মতো সাউথ সিটির কাছে বিট ১৬-তে যানবাহনে নজরদারি করতে ব্যস্ত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সপ্তর্ষি ব্রহ্ম আর দিব্যেন্দু হালদার ।
নজরবন্দি ব্যুরোঃ
ঐ সময় দেখেন ৪৭ এ রুটের একটা বাস এসে থামে তাঁদের কাছে। আর কন্ডাক্টর স্কুল পোশাক থাকা এক ছোট্ট মেয়েকে নিয়ে এগিয়ে আসেন। এরপর স্কুলের ব্যাগ থেকে স্কুলের ঠিকানা বের করেন। আদর্শ বালিকা বিদ্যালয়। স্কুলে যোগাযোগ করে বাবা বিমল যাদবের ফোন নম্বর নিয়ে খবর দেওয়া হয়। তিনি এসে নিয়ে যান তাঁর মেয়েকে। মেয়েকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা বাবা ধন্যবাদ জানান কোলকাতা পুলিশকে।
নজরবন্দি ব্যুরোঃ
Loading...
কোন মন্তব্য নেই