Header Ads

অবাধ নির্বাচনের বার্তা দিয়ে নিজেকে বাঁচাতে চাইছেন অনুজ শর্মা?

নজরবন্দি ব্যুরো: রাজ্যের শেষ কয়েকটি নির্বাচনে হিংসার ঘটনা কম ঘটেনি। এই হিংসা ছড়াবার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।
এই রাজ্যের বিরোধী দল গুলি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বার বার প্রশ্ন তুলেছেন।
আর এবার পুলিশ কমিশনের দায়িত্ব হাতে পাবার পরেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অনুজ শর্মা।  তিনি নাকি কলকাতায় অবাধ নির্বাচনের জন্য বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলেছেন। লালবাজার সূত্রের দাবি, শনিবার বাহিনীর অধস্তন অফিসারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কমিশনার । সেখানে তিনি বলেছেন, কলকাতায় অবাধ নির্বাচন করাতে হবে। তার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। কলকাতার সব থানার ওসি-দের নিজেদের এলাকা সম্পর্কে সড়গড় হতে বলেছেন তিনি।

নির্বাচনের আগে কলকাতা পুলিশের প্রধানের দায়িত্ব নিয়েই অনুজের এই নির্দেশ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকে।
কেউ কেউ আবার বলছেন অনুজ শর্মা নিজেকে বাঁচাতে এমন বার্তা দিয়েছেন।
অনুজ শর্মার বিরুদ্ধে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না-মঞ্চে যাওয়ার অভিযোগ তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই পরিস্থিতিতে অনুজের এই নির্দেশ শুধুই নিজেকে বাঁচাতে। এমনটাই মনে-করেন বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.