Header Ads

রাজনীতিতে আসছেন রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট ভডরা!

নজরবন্দি ব্যুরো: সদ্য রাজনীতিতে পাকাপাকিভাবে নাম লিখিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার রাজনীতিতে নাম লেখাতে চলছেন রাহুল গান্ধীর জামাইবাবু রবার্ট ভডরা।

সম্প্রতি স্ত্রী প্রিয়াঙ্কা রাজনীতিতে যোগ দিয়েছেন। তাঁকে দলের অন্যতম সাধারণ সম্পাদক করে দেওয়া হয়েছে।
এবার রবার্ট জানিয়েছেন, আমার এত বছরের অভিজ্ঞতা ও শিক্ষাকে ফেলে রাখা ঠিক হবে না। এটিকে আরও ভালোভাবে ব্যবহার করতে হবে।
তিনি মানুষের জন্য কাজ করে আরও বড় ভূমিকা নিতে চান বলে জানিয়েছেন রবার্ট।

তিনি বলছেন, বছরের পর বছর আমি প্রচারের করেছি দলের হয়ে। দেশের বিভিন্ন জায়গা ঘুরলেও মূলত উত্তরপ্রদেশে বেশি কাজ করেছি। মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, স্নেহ-সম্মান করেছে। তাই মানুষের জন্য কিছু করতে চাই। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.