Header Ads

"আত্মার ওপর আঘাত হেনেছে সন্ত্রাসবাদীরা" কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়াল জাতীয় কংগ্রেস।

নজরবন্দি ব্যুরোঃ গতকাল পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়ে ৪৫ জন সিআরপিএফ জওয়ান কে হত্যা করে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। আজ প্রধানমন্ত্রীর বাস ভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই হামলায় জড়িতদের ছাড়া হবে না, পাকিস্তান কে ইঙ্গিত করে তিনি বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে।
তাঁরা যদি ষড়যন্ত্র করে ভারত কে ক্ষতি পৌঁছাতে চায় তার চরম ফল ভুগতে হবে। উপযুক্ত জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী পুলওয়ামায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে তাঁদের সাহসিকতার প্রতি রয়েছে অটুট বিশ্বাস।শহিদ জওয়ানদের পরিবারকে সবরকম সাহায্য করা হবে বলেও জানান তিনি। যে সমস্ত দেশ এই হামলায় ভারতের পাশে দাঁড়িয়েছে তাঁদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শেশে অরুন জেটলি বলেন পাকিস্তানকে মোস্ট ফেভারড নেশনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল। বৈঠকে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যারা হামলা করেছে এবং যারা তাঁদের সমর্থন করেছে তাঁদের এমন শিক্ষা দেওয়া হবে তাঁরা ভুলবে না। আর এবার জঙ্গি হামলা প্রসঙ্গে মুখ খুললেন রাহুল গান্ধী। সরকারের পাশে দাঁড়িয়ে তিনি বলেন এই হত্যাকান্ড ভারতের আত্মার ওপর হামলা, দোষীকে খুঁজে বের করতে হবে। সন্ত্রাসের মাধ্যমে দেশকে বিভাজন করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা সফল হবে না। জঙ্গি হামলার ঘটনার বিরোধীরা কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনীর পাশে রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.