Header Ads

“টিকটক অ্যাপ” বন্ধ করার আবেদন।

নজরবন্দি ব্যুরোঃ জনপ্রিয়তার শীর্ষে উঠে পরছে “টিকটক অ্যাপ”। নতুন ট্রেন্ডে এককাট্টা হতে দেখা যাচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে।
কিন্তু এবার এই অ্যাপের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তামিলনাড়ুর তথ্য ও প্রযুক্তি মন্ত্রী এম মানিকন্দন। তিনি বলেন টিকটক বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে সাহায্য চাইবে তামিলনাড়ু সরকার।আনসারি এই অ্যাপ সম্পর্কে বলেন যে, চিন কিংবা সৌদী আরবে এইসব অ্যাপ নিষিদ্ধ। ভারত সংস্কৃতির দেশ, সেখানে এমন কিছুকে প্রশ্রয় দেওয়া উচিত নয় যা ভারতের সংস্কৃতিকে বিনষ্ট করবে।

 আর আনসারির মতে টিকটকে আজকাল অশ্লীল নাচের যেসমস্ত ভিডিও ভাইরাল হয় তা ভারতীয় সংস্কৃতিকে আঘাত করছে। তাই অ্যাপটি নিষিদ্ধ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি। কেন্দ্র যদি এক্ষেত্রে কোনোরকম তত্প রতা না দেখায় তবে তিনি নিজেই ব্যবস্থা নেবেন এমনটাই দাবি আনসারির।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.