Header Ads

ভারতকে ঠিক সময়ে ও ঠিক জায়গায় এই হামলার জবাব দেবো: ইমরান

নজরবন্দি ব্যুরো: পুলওয়ামাতে জঙ্গি হানায় ভারতীয় ৪০ সেনার মৃত্যুর পরে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে চলে যায়। সেনা মৃত্যুর প্রতিশোধ নিতে ভারত এয়ার স্ট্রাইক করে পাকিস্তানের উপর। সূত্রের খবর, এই এয়ার স্ট্রাইকের ফলে ৩০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। আর এর পরেই তড়িঘড়ি বৈঠকে বসল পাকিস্তানের প্রশাসনিক ও সেনাবাহিনীর কর্তারা।

 পাক প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন সেই বৈঠকের নেতৃত্বে। বৈঠকে তিনি যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। হামলার পর জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন ইমরান। বৈঠকের পর পাকিস্তানের তরফ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত অকারণে আগ্রাসন দেখিয়েছে। পাকিস্তান ঠিক সময়ে ও ঠিক জায়গায় এর জবাব দেবে। তাই যে কোনও অবস্থার জন্য পাক সেনা ও পাকিস্তানের সাধারণ মানুষকে তৈরি থাকতে বলেছেন ইমরান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.