Header Ads

পুলওয়ামার জঙ্গিহানার প্রতিশোধের ঘটনায় বায়ু সেনাকে স্যালুট বলিউডের।

নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার জঙ্গিহানার প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাতে পালটা হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।পুলওয়ামার ১২ দিন পর ১২ বিমানের প্রত্যাঘাত।

 ১২ দিনের মধ্যে যোগ্য জবাব পাকিস্তানকে। ১২ টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ধ্বংস করে দিল জঙ্গি সংগঠন জইশের কন্ট্রোল রুম। এই প্রত্যাঘাতে ৩৫০ জঙ্গি খতম বলে জানা গিয়েছে। ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপকে স্যালুট জানিয়েছেন দেশের সব স্তরের মানুষ। পিছিয়ে নেই বলি তারকারাও। এর আগেও পুলওয়ামা হামলার প্রতিবাদে গর্জে উঠেছিলেন অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন, বিদ্যা বালানের মত তারকারা।

 এবার বায়ুসেনার এই প্রত্যাঘাতের ঘটনায় নিজেদের বাহবা জানাতে পিছিয়ে থাকল না তারকারা। অজয় দেবগণ থেকে শুরু করে অভিষেক বচ্চন, পরেশ রাওয়াল, তাপসী পন্নু, সেলিনা জেটলি, মধুর ভাণ্ডারকর, বিবেক ওবেরয় সবাই স্যালুট জানিয়েছেন বায়ুসেনাকে। পরেশ রাওয়াল লিখেছেন, ' সত্যিই এক সুন্দর সকাল। ধন্যবাদ নরেন্দ্র মোদি স্যার ও বীর জওয়ানদের। জয় হো।' সকলেই নিজেদের টুইটে কুর্নিশ জানিয়েছেন ভারতীয় বায়ুসেনাকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.