আরও শক্তিশালী হল ভারতীয় সেনা। আজই সেনার হাতে এল আরও দুই মিসাইলে।
নজরবন্দি ব্যুরোঃ পুলওয়ামার জঙ্গিহানার প্রতিশোধ নিতে মঙ্গলবার ভোররাতে পালটা হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তারই কয়েকঘণ্টার মধ্যে ভারতীয় সেনার হাতে আরও দু'টি মিসাইলের সংযোজন হল।
ডিআরডিও-র একটি সূত্র থেকে জানা গিয়েছে, ১০০ কিলোমিটারের মধ্যে যেকোনও লক্ষ্যে নিখুঁত ভাবে বায়ু থেকে ভূমিতে আঘাত হানতে পারবে এই মিসাইল দু'টি। ভারতীয় সেনার জন্য এই মিসাইল দু'টি ডিআরডিও, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ভারত ডায়নামিক্স লিমিটেড একসঙ্গে তৈরি করেছে।
Loading...
কোন মন্তব্য নেই