Header Ads

ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর সেভাবে চিনকে পাশে পেলনা পাকিস্থান।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাতের পর যেন সবদিক থেকেই ধরাশায়ী পাকিস্তান। দিগ্বিদিক জ্ঞানশূন্য ইমরান খানের দেশ।
দুঃসময়ের বন্ধু চিনও এবার খুব একটা সাহায্যের আশ্বাস দিল না পাকিস্তানকে। এদিন, কূটনৈতিকভাবে 'সেফ করিডর'-এ থাকার জন্য উদ্দেশ্য ভারত ও পাকিস্তান দুই দেশকেই সংযম রাখার বার্তা দিয়েছে চিন। ড্রাগনের দেশের বিদেশমন্ত্রকের মুখপাত্র একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, 'আমাদের আশা ভারত এবং পাকিস্তান দু'দেশই এই পরিস্থিতিতে সংযম বজায় রাখবে।


 এবং এমন পদক্ষেপ করবে যাতে এই পরিস্থিতি শান্ত হয় এবং দু'দেশের সম্পর্কের উন্নতি হয়।' কূটনীতিকরা মনে করছেন চিনের এই বার্তা পাকিস্তানকে হতাশ করবে। কারণ, এই বার্তায় সরাসরি পাকিস্তানের পাশে থাকার কোনও বার্তা নেই। তাছাড়া এর আগে পুলওয়ামার ঘটনার পরও ভারতীয় জনওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিল চিন। ভারতীয় সেনার এহেন হামলার পরও পাকিস্তান পাশে পেল না বন্ধু চিনকে। বরং ভারত ও পাকিস্তানের সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পন্থা ড্রাগনের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.